স্ক্রাব টাইফাস বা ধূম জ্বর: ঘাটালেও ছড়াচ্ছে এই নতুন রোগ

স্ক্রাব টাইফাস বা ধূম জ্বর: ঘাটালেও ছড়াচ্ছে এই নতুন রোগ কাজলকান্তি কর্মকার [সাংবাদিক|| ঘাটাল || মো: 9933066200] : পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে স্ক্রাব টাইফাসে বহু মানুষ আক্রান্ত। গত কয়েক সপ্তাতে সব মিলিয়ে এই জেলায় ৪১১জন এই রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ঘাটালেরও কিছু মানুষ রয়েছেন । ইতিমধ্যেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাবরেটরিতে এই পোকার কামড়ে আক্রান্তদের রক্ত পরীক্ষা করার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জেলার একাধিক ব্লকে বহু মানুষ এই রোগে বহু মানুষ আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভারে জেলার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, অনেকে নিয়মিত ওষুধ খেয়ে সুস্থ হয়ে গিয়েছেন। অযথা রোগীদের উদ্বেগ করার কারণ নেই। 👉স্ক্রাব টাইফাস: মাইট নামে অতি ক্ষুদ্র একটি জীব কামড়ালে ব্যাকটেরিয়াঘটিত এই অসুখ হয়। যার জন্য দায়ী ওরিয়েনসিয়া শুশুগামুসি (Orientia Tsutsugamushi) নামের একটি ব্যাক্টেরিয়া। দেখতে ছোট পোকার মতো হলেও আদতে মাইট কিন্তু কোনও পোকা নয়। আকারে ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার মাপের হয় মাইট। এর লার্ভা...