আমার বোন নেই…




ভাইফোঁটা। ভাইবোনেদের জন্য বিশেষ একটা দিন। আমরা তিন ভাই। আমাদের কোনও দিদি বা বোন নেই। তাই এই বিশেষ দিনটার অনুভুতি কখনও পাইনি। শুধুমাত্র আজকের দিনে ফোঁটা নেওয়ার জন্য অবশ্য কাউকে বোন বা দিদি বানানোর ইচ্ছে কখনও হয়নি। এখনও নেই। তাছাড়া যাদের সঙ্গে ছোট্ট থেকে খুনসুটি করা, মান-আভিমান, মারপিট-ঝগড়া করা বা খাবার টেবিলে খাবার শেয়ার করার  সুযোগ পাইনি, আমার সমস্যায় যাদের কখনই মন থেকে  উদ্বেগে কিম্বা ভালো কিছুতে  আনন্দে ফেটে পড়ার কথা নয় তাদের কাছ থেকে আজকের দিনে কপালে একটা চন্দনের টিপ পরার কখনও ইচ্ছে হয় না। …তবে সত্যিকারের ভাইবোনেদের জন্য আজকের এই সামাজিক উৎসবটা মন থেকেই বেশ উপভোগ করি। বিষয়টা যে মন থেকে মিস করি না, তাও কিন্তু নয়!
আপন ভাইবোনেদের আন্তরিক শুভেচ্ছা জানাই!

💬কাজলকান্তি কর্মকার || রাজ্যের প্রথম শ্রেণীর একটি বাংলা দৈনিক সংবাদপত্রের সাংবাদিক
ঘাটাল || পশ্চিম মেদিনীপুর
M&W: 9933066200
eMail: ghatal1947@gmail.com

Comments

Popular posts from this blog

DigiPIN ডিজিপিন—নতুন ভারতের ঠিকানা!

রবীন্দ্র কৌশিক: ভারতের অবহেলিত বীর #Ravindra Kaushik

আগামী দিনে ‘যৌনকর্মী’ শব্দটা কি বিলুপ্ত হয়ে যেতে পারে? #Prostitute