রবীন্দ্র কৌশিক: ভারতের অবহেলিত বীর
কাজলকান্তি কর্মকার [M:9933066200]:ভারতের গোয়েন্দা ইতিহাসে যে নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে, তিনি হলেন রবীন্দ্র কৌশিক। তাঁকে বলা হয় ‘ব্ল্যাক টাইগার’। তাঁর জীবন যেন এক রোমাঞ্চকর উপন্যাস, যেখানে দেশপ্রেম, সাহস, ত্যাগ আর নিঃসঙ্গ মৃত্যুর করুণ কাহিনি মিলেমিশে আছে। রবীন্দ্র কৌশিকের দেশপ্রেম আমাদেরকে বার বার ভাবিয়ে তোলে।
অভিনেতা থেকে গোয়েন্দা: ১৯৫২ সালের ১১ এপ্রিল রাজস্থানের শ্রীগঙ্গানগরে জন্মগ্রহণ করেন রবীন্দ্র
কৌশিক। ছাত্রাবস্থায় তিনি ছিলেন দারুণ অভিনেতা। নাটকের মঞ্চে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে অনেকের, আর সেখান থেকেই তাঁর প্রতিভা পৌঁছে যায় ভারতের গোয়েন্দা সংস্থা RAW(Research and Analysis Wing)-এর কানে। তাঁকে বেছে নেওয়া হয় কঠোর প্রশিক্ষণের জন্য। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এক নিখুঁত গুপ্তচর—উর্দু ভাষা, ইসলামি আচার, পাকিস্তানের সংস্কৃতি সবই রপ্ত করে ফেলেন তিনি। RAW তাঁর নাম বদলে দেয়—নবী আহমেদ শাকির।
পাকিস্তানে প্রবেশ: ছদ্মনামে পাকিস্তানে গিয়ে তিনি ভর্তি হন করাচি বিশ্ববিদ্যালয়ে। আইন পড়াশোনা শেষে কৌশলে ঢুকে পড়েন পাকিস্তান সেনাবাহিনীতে। অবিশ্বাস্যভাবে তিনি সেখানে মেজর পদ পর্যন্ত উন্নীত হন। অথচ পাকিস্তানের সেনাঘাঁটির মধ্যেই বসে তিনি ভারতের কাছে পৌঁছে দিচ্ছিলেন একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য।
অমূল্য অবদান: ১৯৭৫ থেকে ১৯৮৩—প্রায় এক দশক ধরে রবীন্দ্র কৌশিক পাকিস্তানের সেনা-পরিকল্পনার খবর ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। তাঁর দেওয়া তথ্যের জন্য ভারত বহুবার পাকিস্তানের আক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে। দেশের প্রতি তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এস. বি. চবন তাঁকে উপাধি দিয়েছিলেন—‘ব্ল্যাক টাইগার’।
ধরা পড়া ও বন্দিদশা: ১৯৮৩ সালে দুর্ভাগ্যজনকভাবে আরেক ভারতীয় গুপ্তচরের ধরা পড়ার সূত্র ধরে ফাঁস হয়ে যায় রবীন্দ্র কৌশিকের আসল পরিচয়। পাক সেনা গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করে। প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে সেই সাজা কমিয়ে হয় যাবজ্জীবন কারাদণ্ড। এরপর শুরু হয় জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। পাকিস্তানের বিভিন্ন কারাগারে কাটাতে হয় দীর্ঘ আঠারো বছর। জেলের ভেতরে অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছিল তাঁকে। অবশেষে ২০০১ সালের ২১ নভেম্বর মুলতান কারাগারেই তাঁর মৃত্যু হয়।
অবহেলিত এক বীর:ভারতের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছিলেন রবীন্দ্র কৌশিক। অথচ তাঁর মৃত্যুর পরও পরিবার বারবার আক্ষেপ করেছে—দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেও তিনি পাননি যথাযথ সম্মান। মায়ের দুঃখ ছিল, দেশ যাকে বীর বলে মনে রাখার কথা, তাকে ভুলে যাওয়া হয়েছে অকালেই।
উত্তরাধিকার: রবীন্দ্র কৌশিকের জীবনকাহিনী আজও রোমাঞ্চ জাগায়। অনেকের মতে বলিউডের “এক ছিল টাইগার” বা “রাজি” সিনেমায় তাঁর জীবনের ছায়া মেলে। যদিও সরকারিভাবে তা স্বীকার করা হয়নি। তবু নিশ্চিতভাবেই বলা যায়, ভারতের গোপন ইতিহাসে রবীন্দ্র কৌশিক এক কিংবদন্তি চরিত্র, যার আত্মত্যাগ চিরকাল প্রেরণা জোগাবে। [তথ্য ও ছবি ইন্টারনেট থেকে নেওয়া]
#Ravindra_Kaushik #ghatal #Daspur #Chandrakona #SDO #reporter ##news #reporter #Map #Kajalkanti
Comments
Post a Comment