রবীন্দ্র কৌশিক: ভারতের অবহেলিত বীর #Ravindra Kaushik
রবীন্দ্র কৌশিক: ভারতের অবহেলিত বীর কাজলকান্তি কর্মকার [M:9933066200]: ভারতের গোয়েন্দা ইতিহাসে যে নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে, তিনি হলেন রবীন্দ্র কৌশিক। তাঁকে বলা হয় ‘ ব্ল্যাক টাইগার’। তাঁর জীবন যেন এক রোমাঞ্চকর উপন্যাস, যেখানে দেশপ্রেম, সাহস, ত্যাগ আর নিঃসঙ্গ মৃত্যুর করুণ কাহিনি মিলেমিশে আছে। রবীন্দ্র কৌশিকের দেশপ্রেম আমাদেরকে বার বার ভাবিয়ে তোলে। অভিনেতা থেকে গোয়েন্দা: ১৯৫২ সালের ১১ এপ্রিল রাজস্থানের শ্রীগঙ্গানগরে জন্মগ্রহণ করেন রবীন্দ্র কৌশিক। ছাত্রাবস্থায় তিনি ছিলেন দারুণ অভিনেতা। নাটকের মঞ্চে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে অনেকের, আর সেখান থেকেই তাঁর প্রতিভা পৌঁছে যায় ভারতের গোয়েন্দা সংস্থা RAW(Research and Analysis Wing)-এর কানে। তাঁকে বেছে নেওয়া হয় কঠোর প্রশিক্ষণের জন্য। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এক নিখুঁত গুপ্তচর—উর্দু ভাষা, ইসলামি আচার, পাকিস্তানের সংস্কৃতি সবই রপ্ত করে ফেলেন তিনি। RAW তাঁর নাম বদলে দেয়—নবী আহমেদ শাকির। পাকিস্তানে প্রবেশ: ছদ্মনামে পাকিস্তানে গিয়ে তিনি ভর্তি হন করাচি বিশ্ববিদ্যালয়ে। আইন পড়াশোনা শেষে কৌশলে ঢুকে পড়েন পাকিস্তান সেনাবাহিনীতে। অবিশ্বাস্যভাবে তিনি সেখা...