Posts

Showing posts from August, 2025

রবীন্দ্র কৌশিক: ভারতের অবহেলিত বীর #Ravindra Kaushik

Image
রবীন্দ্র কৌশিক: ভারতের অবহেলিত বীর কাজলকান্তি কর্মকার [M:9933066200]: ভারতের গোয়েন্দা ইতিহাসে যে নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে, তিনি হলেন রবীন্দ্র কৌশিক। তাঁকে বলা হয় ‘ ব্ল্যাক টাইগার’। তাঁর জীবন যেন এক রোমাঞ্চকর উপন্যাস, যেখানে দেশপ্রেম, সাহস, ত্যাগ আর নিঃসঙ্গ মৃত্যুর করুণ কাহিনি মিলেমিশে আছে। রবীন্দ্র কৌশিকের দেশপ্রেম আমাদেরকে বার বার ভাবিয়ে তোলে। অভিনেতা থেকে গোয়েন্দা: ১৯৫২ সালের ১১ এপ্রিল রাজস্থানের শ্রীগঙ্গানগরে জন্মগ্রহণ করেন রবীন্দ্র কৌশিক। ছাত্রাবস্থায় তিনি ছিলেন দারুণ অভিনেতা। নাটকের মঞ্চে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে অনেকের, আর সেখান থেকেই তাঁর প্রতিভা পৌঁছে যায় ভারতের গোয়েন্দা সংস্থা RAW(Research and Analysis Wing)-এর কানে। তাঁকে বেছে নেওয়া হয় কঠোর প্রশিক্ষণের জন্য। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এক নিখুঁত গুপ্তচর—উর্দু ভাষা, ইসলামি আচার, পাকিস্তানের সংস্কৃতি সবই রপ্ত করে ফেলেন তিনি। RAW তাঁর নাম বদলে দেয়—নবী আহমেদ শাকির। পাকিস্তানে প্রবেশ: ছদ্মনামে পাকিস্তানে গিয়ে তিনি ভর্তি হন করাচি বিশ্ববিদ্যালয়ে। আইন পড়াশোনা শেষে কৌশলে ঢুকে পড়েন পাকিস্তান সেনাবাহিনীতে। অবিশ্বাস্যভাবে তিনি সেখা...

আগামী দিনে ‘যৌনকর্মী’ শব্দটা কি বিলুপ্ত হয়ে যেতে পারে? #Prostitute

Image
  পরকীয়ার রমরমা  বাজারের জন্য আগামী দিনে কি ‘যৌনকর্মী’ শব্দটা বিলুপ্ত হয়ে যেতে পারে? Kajalkanti Karmakar [সাংবাদিক, ‘বর্তমান’ পত্রিকা •M>9933066200]: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে পরকীয়ার প্রবণতা দ্রুত বাড়ছে। একসময় যেখানে গোপনে সীমিত কিছু মানুষের মধ্যেই এরকম সম্পর্ক সীমাবদ্ধ থাকত, আজ সামাজিক যোগাযোগমাধ্যম, কর্মক্ষেত্রের ঘনিষ্ঠতা, ব্যক্তিগত স্বাধীনতা ও মানসিক শূন্যতার কারণে পরকীয়া যেন এক প্রাত্যহিক বাস্তবতায় পরিণত হয়েছে। এই প্রবণতা কেবল পারিবারিক কাঠামোতেই সঙ্কট তৈরি করছে না, বরং এর সরাসরি প্রভাব পড়ছে পেশাদার যৌনকর্মীদের জীবিকার উপর। যাদের কাছে পুরুষেরা একসময় শারীরিক সম্পর্কের জন্য যেতেন, আজ তাঁদের রুজিতে টান পড়ছে। কেন বাড়ছে পরকীয়া? মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের মতে, পরকীয়ার কারণগুলো বহুমুখী এবং জটিল। এর মধ্যে প্রধান কিছু কারণ হল: •মানসিক বিচ্ছিন্নতা: অনেক দম্পতির মধ্যে আবেগিক দূরত্ব বা মানসিক বোঝাপড়ার অভাব দেখা যায়। দৈনন্দিন জীবনের চাপ, একঘেয়েমি, এবং পুরোনো সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা এর অন্যতম কারণ। এই শূন্যতা পূরণ করতে গিয়ে অনেকেই পরকীয়ার আশ্রয় নেন...