Posts

Showing posts from November, 2019

স্ক্রাব টাইফাস বা ধূম জ্বর: ঘাটালেও ছড়াচ্ছে এই নতুন রোগ

Image
স্ক্রাব টাইফাস বা ধূম জ্বর: ঘাটালেও ছড়াচ্ছে এই নতুন রোগ কাজলকান্তি কর্মকার [সাংবাদিক|| ঘাটাল || মো: 9933066200] : পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে স্ক্রাব টাইফাসে বহু মানুষ আক্রান্ত। গত কয়েক সপ্তাতে  সব মিলিয়ে এই জেলায় ৪১১জন এই রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ঘাটালেরও কিছু মানুষ রয়েছেন ।   ইতিমধ্যেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাবরেটরিতে এই পোকার কামড়ে আক্রান্তদের রক্ত পরীক্ষা করার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জেলার একাধিক ব্লকে বহু মানুষ এই রোগে বহু মানুষ আক্রান্ত হওয়ায়  স্বাভাবিকভারে জেলার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, অনেকে নিয়মিত ওষুধ খেয়ে সুস্থ হয়ে গিয়েছেন। অযথা রোগীদের উদ্বেগ করার কারণ নেই। 👉স্ক্রাব টাইফাস: মাইট নামে অতি ক্ষুদ্র একটি জীব কামড়ালে ব্যাকটেরিয়াঘটিত এই অসুখ হয়। যার জন্য দায়ী ওরিয়েনসিয়া শুশুগামুসি (Orientia Tsutsugamushi) নামের একটি ব্যাক্টেরিয়া। দেখতে ছোট পোকার মতো হলেও আদতে মাইট কিন্তু কোনও পোকা নয়। আকারে ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার মাপের হয় মাইট। এর লার্ভা...

সময় করে ডিজিটাল রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করে দিন

Image
কাজলকান্তি কর্মকার  • সাংবাদিক ☎ (M&W)9933066200• আপনি রেশন পান বা না পান, অনেক ক্ষেত্রেই আমাদের ঠিকানার প্রমাণ হিসেবে রেশন কার্ডের প্রত্যয়িত নকল  তথা ফটো কপি দিতে হয়। সেজন্য সবার ক্ষেত্রেই রেশন কার্ডটি খুবই জরুরি হয়ে পড়ে। এর আগে অনেকেরই কাগজের রেশন কার্ড থাকতে পারে কিন্তু তাঁরা রেশনের সুযোগ-সুবিধে পান না। সেই কার্ডে ঠিকানারও অনেকে ভুলভ্রান্তি রয়েছে।  তাঁরা তাঁদের  ঠিকানার প্রমাণ তথা পরিচয়পত্রের জন্য বর্তমানে অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন।  নতুনরাও অনলাইনে আবেদন করতে পারেন।   নিয়মঅনুযায়ী তাঁরা আগামী দিনে কোনও রেশন পাবেন না। এই কার্ডটি তাঁদের কেবলমাত্র সচিত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে। •যাঁরা রেশনের সুবিধে পান তাঁরা  পরিচয়পত্রের জন্য এই ডিজিটাল কার্ডের আবেদন করতে যাবেন না• অনলাইনে আবেদন করতে যাওয়ার আগে হাতের সামনে মনে করে যেগুলো রাখতে হবে— ১) নিজের সচল মোবাইল সেট।  ২) একটি ইমেল আইডি।  ৩) প্রত্যেক সদস্যের পুরানো রেশন কার্ড নম্বর। ৪) আধার কার্ডের নম্বর। ৫) ভোটার কার্ডের নম্বর। ৬) প্যান নম্বর। প্রত্য...

আমাদের সুপাত্র চাই...

Image
•উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিশেষ করে পশ্চিমবঙ্গের যুবতীরা যে ‘জগতে’ বাস করা শুরু করেছে তার ফলে অভিভাবকরা খুবই দুশ্চিন্তায় পড়েছেন। একটি যুবতী এক একটি শ্রেণী অতিক্রম করার পর পড়াশোনার মানের কতটা অগ্রগতি করতে পেরেছে সেটা নিয়ে তাদের চিন্তা যতটা না থাকে তার থেকেও বেশি ভাবনা থাকে তাদের ভাবি স্বামীকে নিয়ে। সম্প্রতি দেখা যাচ্ছে, তারা নিজে পছন্দ করুক কিম্বা বাড়ি থেকে দেখাশোনা করে দেওয়া হোক, প্রায় ৮০ শতাংশ যুবতী এমন ধরনের পাত্র চায় শ্বশুর বাড়িতে তাকে যেন কোনও দায়িত্ব সামলাতে না হয়। রান্নাবান্না তো নয়ই নয়, এমনকী বাচ্চা সামলানোর জন্যও যেন তাদের লোক সরবরাহ করা হয়। তাদের প্রাত্যহিক রুটিনটা হবে—সময় মতো ঘুম থেকে উঠবে, ইচ্ছে মতো সাজগোজ করবে, অন্যের রান্না করা খাবার খাবে, বিকেলে স্বামীর বাইক বা চারচাকায় ঘুরতে যাবে, সপ্তাহে দুদিন রেঁস্তোরায় খাবে, রাতে ও অবসর সময়ে সোস্যাল মিডিয়া বা টিভির রিমোট নিয়ে সময় কাটাবে। ওই সমস্ত যুবতীদের যোগ্যতাটা কী? কেউ পাশ কোর্সে পড়ছে কেউ বা টেনেটুনে অনার্স টিকিয়ে রেখেছে। দেখা গিয়েছে, যে যুবতী বাস্তব জীবনে যত বেশি অকর্মন্য বা অপদার্থ, তার স্বপ্নটাও ততই হাই-ফাই। এই সমস্ত যুবত...

আমার বোন নেই…

Image
ভাইফোঁটা। ভাইবোনেদের জন্য বিশেষ একটা দিন। আমরা তিন ভাই। আমাদের কোনও দিদি বা বোন নেই। তাই এই বিশেষ দিনটার অনুভুতি কখনও পাইনি। শুধুমাত্র আজকের দিনে ফোঁটা নেওয়ার জন্য অবশ্য কাউকে বোন বা দিদি বানানোর ইচ্ছে কখনও হয়নি। এখনও নেই। তাছাড়া যাদের সঙ্গে ছোট্ট থেকে খুনসুটি করা, মান-আভিমান, মারপিট-ঝগড়া করা বা খাবার টেবিলে খাবার শেয়ার করার  সুযোগ পাইনি, আমার সমস্যায় যাদের কখনই মন থেকে  উদ্বেগে কিম্বা ভালো কিছুতে  আনন্দে ফেটে পড়ার কথা নয় তাদের কাছ থেকে আজকের দিনে কপালে একটা চন্দনের টিপ পরার কখনও ইচ্ছে হয় না। …তবে সত্যিকারের ভাইবোনেদের জন্য আজকের এই সামাজিক উৎসবটা মন থেকেই বেশ উপভোগ করি। বিষয়টা যে মন থেকে মিস করি না, তাও কিন্তু নয়! আপন ভাইবোনেদের আন্তরিক শুভেচ্ছা জানাই! 💬কাজলকান্তি কর্মকার  ||  রাজ্যের প্রথম শ্রেণীর একটি বাংলা দৈনিক সংবাদপত্রের সাংবাদিক ঘাটাল || পশ্চিম মেদিনীপুর M&W: 9933066200 eMail: ghatal1947@gmail.com FB:    https://www.facebook.com/kajalkanti.karmakar

প্রলোভনের ফাঁদে আমাদের মহকুমার কিশোরী- যুবতীরা

Image
♦ কাজলকান্তি কর্মকার • সাংবাদিক ☎ (M&W)9933066200• তিনটি মেয়েকে উদ্ধার করে আজ ৬ নভেম্বর  (২০১৯)ঘাটাল আদালতে তোলা হয়েছিল। তাদের মধ্যে দুজন নাবালিকা। একজন যুবতী। দু’ জন কিশোরীর বাড়ি চন্দ্রকোণা থানার বিভিন্ন এলাকায়। যুবতীর বাড়ি ক্ষীরপাই শহরে। ওটাও অবশ্য চন্দ্রকোণা থানা এলাকায়। ওই যুবতীর বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কাহিনীটি বেশ আকর্ষণীয়। ফেসবুকে এক বিহারের যুবকের সঙ্গে আলাপ। সে নাকি বিশাল বড় সঙ্গীত শিল্পী। ওই যুবতীকে জীবন সঙ্গী করার পর ওই যুবতীকে সঙ্গীত জগতে সুপ্রতিষ্ঠি➧ত করে দেওয়ার জন্য প্রস্তাব দেয়। যুবতী গিলে নেয় সেই প্রস্তাব। আর সেই প্রস্তাবেই রাজি হয়ে ক্ষীরপাইয়ের ওই যুবতী বাড়ি থেকে তিন দিন আগে চিঠি লিখে পালিয়ে যায়। কথা ছিল দুজনের দমদম এয়ারপোর্টে দেখা হবে। সেখান থেকে ফ্লাইটে সোজা বলিউড। বলিউডে রাণু মণ্ডলের ‘ভাগ্যের সিঁড়ি’ ধার করে সুগায়িকা। প্রচুর টাকার মালিক। পরে গাড়ি হাঁকিয়ে বাবার বাড়িতে এসে বলবে, দেখ বাবা কী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম আমি! তোমাদের বলে গেলে কি রাজি হতে? কিন্তু, সেই যুবক দমদমে আসেনি। মজা নেওয়ার জন্য ইচ্ছে করে আসেনি, না কি অন্য কোনও কারণে আসতে পারেনি সেটা কা...