DigiPIN ডিজিপিন—নতুন ভারতের ঠিকানা!

DigiPIN ডিজিপিন—নতুন ভারতের ঠিকানা! এখন প্রত্যেকেই নিজেদের বাড়ি বা প্রতিষ্ঠানের ডিজিপিন (DIGIPIN) তৈরি করে নিচ্ছেন এবং করা উচিতও Kajalkanti Karmakar [সাংবাদিক, ‘বর্তমান’ পত্রিকা •M>9933066200]: ঠিকানা আর শুধু বাড়ি নম্বর বা রাস্তার নামের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এখন এসেছে এক নতুন যুগ—ডিজিপিন (DIGIPIN)-এর যুগ। ভারতীয় ডাক বিভাগ, আইআইটি হায়দ্রাবাদ এবং ইসরোর সহযোগিতায় তৈরি হয়েছে এই আধুনিক, নির্ভুল ও প্রযুক্তিনির্ভর ভৌগোলিক ঠিকানা নির্ধারণ পদ্ধতি। ❤️ ডিজিপিন [DigiPIN]অনুযায়ী ‘2P8F43LC46’ এটা ঘাটাল এসডিও অফিসের ঠিকানা। এটাকে অনেকক্ষেত্রে ‘2P8-F43-LC46’ এভাবেও লেখা হয়ে থাকে। ➡️ ডিজিপিন কী? ডিজিপিন (DIGIPIN) হল একটি ১০-অক্ষরের অ্যালফানিউমেরিক কোড, যা ভারতের প্রায় প্রতিটি ৪ মিটার বাই ৪ মিটার এলাকার নির্দিষ্ট ভৌগোলিক স্থানাঙ্ক (latitude ও longitude) ভিত্তিক একটি ইউনিক ঠিকানা নির্দেশ করে। এর মাধ্যমে দেশজুড়ে ঠিকানাকে আরও নির্ভুল ও আধুনিক রূপ দেওয়া সম্ভব হচ্ছে। ➡️ কীভাবে কাজ করে ডিজিপিন? একটি ডিজিপিন কেবলমাত্র ওই এলাকার ভৌগোলিক অবস্থান (latitude-longitude) এর ওপর নির্ভর করে তৈরি হ...