সহজে ধনী হওয়ার নেশা এখনও কমেনি আমাদের...
কিছু প্রশ্ন: অনলাইনের বিজ্ঞাপনে ক্লিক করে টাকা আয় ♦ কাজলকান্তি কর্মকার (সাংবাদিক, ঘাটল মহকুমা•পশ্চিম মেদিনীপুর•মো: ৯৯৩৩০৬৬২০০) •সম্প্রতি বাজারে আবার একটি চমক এসেছে ‘অনলাইনে বিজ্ঞাপনে ক্লিক করে মোটা টাকা আয়’। অনলাইনে বিজ্ঞাপনে ক্লিক করে যে টাকা আয় হয় না — তা আমি বলছি না, কারণ গুগলের অ্যাড সেন্স থেকে অনেকেই প্রচুর টাকা আয় করেন। তার জন্য অবশ্য আপনাকে, মানে যিনি টাকা আয় করছেন তাঁকে কোনও টাকা বিনিয়োগ কর তে হয় না। তাঁর ইউটিউব চ্যানেল বা ওয়েব সাইট থাকলে এবং ন্যূনতম কয়েকটি শর্ত পূরণ করলেই অনলাইন থেকে টাকা আয় হয়। কিন্তু সম্প্রতি বাজারে কয়েকটি প্রতিষ্ঠানের আবির্ভাব হয়েছে যারা দাবি করছে, বাড়ি থেকেই অনলাইনে বিজ্ঞাপনে ক্লিক করে প্রচুর টাকা আয় করা যাবে। ওই আয় করতে হলে, তাদেরকে এককালীন মোটা টাকা (ক্ষেত্র বিশেষে পাঁচ হাজার থেকে ১৫ হাজার টাকা) সিকিউরিটি মানি জমা দিয়ে আইডি বা সদস্যপদ নিতে হবে। এই অনলাইনে কাজ করে নাকি অনেকে ‘প্রচুর’(?!) টাকা আয় করেছে সেটাও নাকি সংশ্লিষ্ট কোম্পানির সেমিনারে বলা হচ্ছে। কে কত চেক পেয়েছেন তার তথ্যও সেমিনারে দেখানো হচ্ছে। … মানুষকে টাকার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে ...