আধুনিক বাংলা বানান
আবার খিস্তি খাব... •বেশ কয়েক মাস আগে ফেসবুক এবং ব্লকে একটি লেখা পোস্ট করে নানান খিস্তি খেয়েছিলাম। সাংবাদিকদের খিস্তি খাওয়া অভ্যেস রয়েছে। কারণ, বিতর্কিত বেশিরভাগ খবরই একটা পক্ষের বিরুদ্ধে যায়। তখনই সাংবদিকদের গুষ্টিসুদ্ধ উদ্ধার হয়ে যায়। যখন সংবাদপত্রে সেই খবর প্রকাশিত হয় তখন মন্তব্য করার জায়গা থাকে না তাই সেটাকে নিয়ে চায়ের টেবিলে সমালোচনা হয়। আর সোশ্যাল মিডিয়া হলে লাগামহীন ভাষায় সরাসরি মন্তব্য। যে লেখাটি নিয়ে বেশ কিছু দিন খিস্তি খেয়েছিলাম সেটি হল, অ্যাডে ক্লিক করে টাকা আয়। লেখাটি পোস্ট করার সঙ্গে-সঙ্গে ওই কোম্পানির স্থানীয় প্রতিনিধিরাও খিস্তির পাশাপাশি আমাকে হুমকিও দিতে ছাড়েননি। সম্প্রতি আবার একটি অ্যাড বেরিয়েছে। সেটা থেকেও নাকি মাসে বেশ কয়েক হাজার টাকা করে আয় করা যায়। সময়ের অভাবে লেখা শেষ করা গেল না কিন্তু আমার কয়েকটা প্রশ্ন: ➥যদি সেখান থেকে মোটা টাকাই আয় করা যাবে তাহলে সেই প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য টাকা দিতে হবে কেন? তারাই তো দু-চার সপ্তাহ বিনে পারিশ্রমিকে খাটিয়ে নিয়ে তবে হাতে টাকা দেওয়া শুরু করতে পারত? ➥যেখানে গুগলের মতো এত বড় কোম্পানির অ্যাড সেন্সের অ্যাড ক্লিক করার জ...