Posts

Showing posts from July, 2025

DigiPIN ডিজিপিন—নতুন ভারতের ঠিকানা!

Image
  DigiPIN ডিজিপিন—নতুন ভারতের ঠিকানা! এখন প্রত্যেকেই নিজেদের বাড়ি বা প্রতিষ্ঠানের ডিজিপিন (DIGIPIN) তৈরি করে নিচ্ছেন এবং করা উচিতও Kajalkanti Karmakar [সাংবাদিক, ‘বর্তমান’ পত্রিকা •M>9933066200]: ঠিকানা আর শুধু বাড়ি নম্বর বা রাস্তার নামের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এখন এসেছে এক নতুন যুগ—ডিজিপিন (DIGIPIN)-এর যুগ। ভারতীয় ডাক বিভাগ, আইআইটি হায়দ্রাবাদ এবং ইসরোর সহযোগিতায় তৈরি হয়েছে এই আধুনিক, নির্ভুল ও প্রযুক্তিনির্ভর ভৌগোলিক ঠিকানা নির্ধারণ পদ্ধতি। ❤️ ডিজিপিন [DigiPIN]অনুযায়ী ‘2P8F43LC46’ এটা ঘাটাল এসডিও অফিসের ঠিকানা। এটাকে অনেকক্ষেত্রে ‘2P8-F43-LC46’ এভাবেও লেখা হয়ে থাকে। ➡️ ডিজিপিন কী? ডিজিপিন (DIGIPIN) হল একটি ১০-অক্ষরের অ্যালফানিউমেরিক কোড, যা ভারতের প্রায় প্রতিটি ৪ মিটার বাই ৪ মিটার এলাকার নির্দিষ্ট ভৌগোলিক স্থানাঙ্ক (latitude ও longitude) ভিত্তিক একটি ইউনিক ঠিকানা নির্দেশ করে। এর মাধ্যমে দেশজুড়ে ঠিকানাকে আরও নির্ভুল ও আধুনিক রূপ দেওয়া সম্ভব হচ্ছে। ➡️ কীভাবে কাজ করে ডিজিপিন? একটি ডিজিপিন কেবলমাত্র ওই এলাকার ভৌগোলিক অবস্থান (latitude-longitude) এর ওপর নির্ভর করে তৈরি হ...