অপরিচিতদের ‘কাকু-কাকিমা, জেঠু-জেঠিমা, মাসি-মেসো’ বলে সম্বোধন করাটা ঠিক নয়

অপরিচিতদের ‘কাকু-কাকিমা, জেঠু-জেঠিমা, মাসি-মেসো’ বলে সম্বোধন করাটা ঠিক নয় কাজলকান্তি কর্মকার: সম্বোধনের ভাষা কী হওয়া উচিৎ? সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে নানান প্রয়োজনে আমাদের সবাইকেই কথা বলতে হয়। আর সেই কথা বলার সময় বড়দের নাম ধরে ডাকা যায় না। কিছু না কিছু সম্বোধন করাটাই সৌজন্যতা বা ভদ্রতার প্রথম ধাপ। কিন্তু অনেক ক্ষেত্রেই অপরিচিতদের সম্বোধন করতে গিয়ে আমাদের মধ্যে অনেকেই এমন কিছু বলে তাঁদের সম্বোধন করি যেটা তাদের কাছে মোটেই শ্রুতি মধুর লাগে না। বরং বিরক্তি বা অস্বস্তির কারণ হয়ে উঠে। যেহেতু সেই অপরিচিত বা অর্ধ পরিচিতদের সঙ্গে বেশিক্ষণ কাটাতে হয় না তাই বিরক্তি বা অস্বস্তি কর শব্দে সম্বোধন করলেও অনেক ক্ষেত্রে তার প্রতিবাদ হয় না। আজ মাতৃভাষা দিবসে সেই সম্বোধন নিয়ে কয়েকটি কথা জানাতে ইচ্ছে করছে তাই লিখে ফেললাম। আমাদের প্রত্যেককেই কয়েকটি পরিবৃত্তের মধ্যে জীবন কাটাতে হয়। •পরিবার •আত্মীয় •পাড়া প্রতিবেশী •কর্মস্থল এবং •রাস্তাঘাট। আমরা পরিবার, আত্মীয়দের বিশেষ বিশেষ সম্পর্কের নিরিখে সম্বোধন করি। কাউকে দাদা, বউদি, মাসি, পিসি, কাকু, জেঠু, মেসো, দাদু, ভাই, বোন—এই সব বলে স...