Posts

Showing posts from October, 2021

জনপ্রিয়তার ঠেলায় ‘ভুল’টাই এখন ‘ঠিক’

Image
জনপ্রিয়তার ঠেলায় ‘ভুল’টাই এখন ‘ঠিক’ ■কাজলকান্তি কর্মকার [সাংবাদিক, ‘বর্তমান’ পত্রিকা ♦MWT: 9933066200] : মানুষ অভ্যেসের দাস। তাই অভ্যেস এমন একটা ব্যাপার, আপনি যা অভ্যেস করবেন সেটাই রপ্ত হয়ে যাবে। সেটা যদি ভুলও হয়। পরিচিতদের মধ্যে যদি কারোর নাম বিষ্ণু বা কৃষ্ণ থাকে তিনি জীবনে খুব কম সংখ্যক বারের জন্যই নিজের নামের সঠিক উচ্চারণটা অন্যের কাছ থেকে শোনার সুযোগ পেয়ে থাকেন। তাঁদের অনিচ্ছা সত্ত্বেও ‘বিষ্টু’ বা ‘কিষ্ট’কেই মেনে নিতে হয়। ভোটার কার্ড, রেশন কার্ড বা আধারকার্ড সহ কিছু নথি ছাড়া তাঁরা বাবা-মায়ের দেওয়া নামটি সঠিকভাবে দেখার সুযোগ পান না। তেমনই আমাদেরকে আসেপাশে অনেক জিনিস আছে সেগুলোকে আমরা যে নামে ডাকি তার আসল নাম সেটাই নয়, আমরা অনেকেই সেই জিনিসটির আসল নামটাই জানি না। এই প্রতিবেদনে সেই রকম কয়েকটা বিখ্যাত জিনিসের সম্বন্ধে আলোচনা করছি। 1😳জেরক্স: আমরা যেটাকে জেরক্স মেশিন বলি সেটা কিন্তু আদপেও জেরক্স মেশিন নয়। ওটা ফটোকপি মেশিন। বিজ্ঞান সম্মত নাম জেরোগ্রাফিক মেশিন যেটাকে Electrophotographyও বলা হয় (Xerography মানে শুষ্ক-প্রতিরূপায়ণ। সিক্ত কোনও কিছু ব্যবহার না করে প্রতিলিপি তৈরি কর...