Posts

Showing posts from July, 2020

‘কোটি টাকার অলিম্পিয়াড ব্যবসা...’

Image
‘কোটি টাকার অলিম্পিয়াড ব্যবসা...’ বাণিজ্যিক অলিম্পিয়াডের পদক ও শংসাপত্র কাজলকান্তি কর্মকার : লেখাটি সৌরভ দত্ত’র টাইমলাইন থেকে নেওয়া । এটা অনেক দিন আগেই ফেসবুকের আমার ফেসবুক টাইম লাইনে পোস্ট করা হয়েছিল। সেটাই আবার কপি করে এখানে পোস্ট করলাম।  বহু নামী বিদ্যালয় এই ধরনের বাণিজ্যিক অলিম্পিয়াড করাচ্ছে। যার কোনও ভবিষ্যত নেই। যেখানে প্রশ্নের ধরন থাকে এমসিকিউ (MCQ) এবং পুরস্কার হিসেবে স্কুলে স্কুলে সোনালি, রূপালি পদক দেওয়া হয়।  ২০১৯ সালের গোড়ার দিকে হুগলির একটি ছাত্রকে নিয়েও এভাবে মাতামাতি হয়েছিল। তার ছবিটিও দিলাম। কিন্তুু আমি যেটুকু জানি, ম্যাথ অলিম্পিয়াড বলতে যেটা বোঝায় সেটার নাম ‘Indian National Mathematical Olympiad’. ওই পরীক্ষাটি সংগঠিত করায় National Board for Higher Mathematics (Department of Atomic Energy, Government of India) দপ্তর। আর এই অলিম্পিয়াড কৃতীদের সুন্দর একটা ইন্ডিয়া ন্যাশনাল ম্যাথমেটিক্যাল  অলিম্পিয়াডের সার্টিফিকেট ভবিষ্যতের পথ খুলে যায়। .তাই কোনও মেধাবী ছাত্রছাত্রী গণিত, রসায়ন, পদার্থ বিদ্যা —যেই অলিম্পিয়াডেই বসতে চাক না কেন তারা যেন বসার আগে ...