Posts

Showing posts from April, 2020

করোনা: শুধুমাত্র কি পুলিশেরই দায়? এই মুহূর্তে পুলিশের প্রতি একটু মানবিক হোন

Image
করোনা: শুধুমাত্র কি পুলিশেরই দায়? এই মুহূর্তে পুলিশের প্রতি একটু মানবিক হোন কাজলকান্তি কর্মকার   [সাংবাদিক|| ঘাটাল || মো: 9933066200] :  দাসপুরের সিংহচকের ঘটনায় পুলিশের দোষটা কোথায়? আপনার কি জানেন, দাসপুরের এই ঘটনায় সিংহচকের মাজি পরিবারের ওই যুবকটি এপ্রিল মাসের ১২ তারিখের রাতে চুপিচুপি ওড়িশা  থেকে ফেরার পর স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরাই পুলিশকে খবর দেন। সেই মতো বার বার সিভিক ও ভিলেজ পুলিশকে দিয়ে ওই পরিবারকে প্রশাসনের সঙ্গে দেখা করতে এবং কোয়ারেন্টাইনে যাবার কথা বলা হয়েছিল। সেটাকে ওই যুবক ও তার পরিবার কোনও রকম আমল দেয়নি। সেজন্য পুলিশ ফোর্সকে ওই বাড়িতে যেতে বাধ্য হতে হয়েছিল। আক্ষেপের বিষয়, বিশ্বের বেশির ভাগ মানুষেরই ধারণা ছিল এবং রয়েছে যে, তিনি করোনা সংক্রমিত নন।  তার ফলেই বর্তমানে ভারত সহ বিভিন্ন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেজন্যই সিংহচকের ওই যুবকটি পুলিশের কথায় আমল দেননি। এই ভাবেই তর্ক করে গিয়েছেন। শুধু সিংহচকের ওই ঘটনা নয়, বর্তমানে রাস্তা-ঘাট, চায়ের দোকান, বাজারের ভিড় দেখলে তাই মনে হয়।  ওই যুবকের ধারনাই যদি সত্যি হয়, ...