Posts

Showing posts from March, 2020

করোনা: সচেতন না হলে ঘাটাল মহকুমাতেও মহামারি দেখা দিতে পারে

Image
করোনা: সচেতন না হলে ঘাটাল মহকুমাতেও মহামারি দেখা দিতে পারে •আমরা অনেকেই ভাবছি ঘাটাল মহকুমার মতো একটা দূরবর্তী শহরে করোনার প্রভাব সেভাবে পড়বে না। এখানে না আছে রেলস্টেশন, না আছে এয়ার পোর্ট। তাই এখানে করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। আমি আমার মতো করেই ঘুরে-বেড়াব,  হৈ হুল্লোড় করব, সবার সঙ্গে আড্ডা দেব, ফিস্ট করব... •এটা ভেবে পুলকিত হওয়ার কোনও কারণ নেই। কারণ বিগত এক সপ্তাহে অস্ট্রেলিয়া, আরব,  নেপাল, শ্রীলঙ্কা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বিশাল সংখ্যক মানুষ ঘাটাল মহকুমার গ্রামগুলিতে মানে তাঁদের যে যার বাড়িতে ফিরছেন তার ফলে তো একটা আতঙ্ক রয়েই যাচ্ছে। তাঁদের মধ্যে কে বা কারা করোনা ভাইরাস দ্বারা ইতিপূর্বেই সংক্রমিত সেটা এখনই বোঝা যাচ্ছে না। তাই যাঁরা ফিরছেন তাঁরা প্রত্যেকই মনে করছেন, তাঁরা বর্তমানে যেহেতু সুস্থ তাই তাঁরা করোনা সংক্রমণ থেকে পুরোপুরি মুক্ত। সেজন্য তাঁরা বাড়ি ফেরার পরই পূর্বের অভ্যেস মতো হাটে-বাজারে, খেলার মাঠে, মদের ঠেকে, ক্লাবে নিয়মিত যাতায়াত করছেন। করোনা যেহেতু শরীরে প্রবেশ করার পর ১৪  দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে এবং ওই সময়ের মধ্যে কারোর সংস্পর্শে এলে ত...