Posts

Showing posts from December, 2019

৫০টাকা দিলেই বাড়িতে আধার

Image
৫০টাকা দিলেই বাড়িতে আধার  কাজলকান্তি কর্মকার   [সাংবাদিক|| ঘাটাল || মো: 9933066200] :  আধার কার্ড নিয়ে দুশ্চিন্তার  দিন শেষ। আপনার আধার কার্ড যদি হারিয়ে যায়, ছিঁড়ে যায় মাত্র ৫০টাকা দিলেই বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে আধার পেয়ে যাবেন। অনলাইনে গিয়ে আবেদন করলেই এক সপ্তাহের মধ্যে বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে আধার কার্ড পৌঁছে যাবে। সরকার যেহেতু এই আধার পাঠানোর জন্য আপনার কাছ থেকে  ৫০ টাকা করে নেবে তাই ইচ্ছে করলে আপনি একাধিক আধারেরও অর্ডার দিতে পারেন। যা করতে হবে— ➥প্রথমে  https://uidai.gov.in/  এই ওয়েবসাইটে যান। ➥ওয়েবসাইটটি খুললেই প্রথমে ট্যাব তথা My Aadhaar অপশনে ক্লিক করুন। ওখানে ক্লিক করলেই নিচের অপশনগুলি দেখাবে। Get Aadhaar •Locate an Enrolment Center •Book an Appointment •Check Aadhaar Status •Download Aadhaar •Retrieve Lost or Forgotten EID/UID • Order Aadhaar Reprint •Check Aadhaar Reprint Status  ➥ওপরের অপশনগুলের মধ্যে লালকালির( Order Aadhaar Reprint ) অপশনটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর আপনি 'Login' অপশন পাবেন। ওখানেই আ...