Posts

Showing posts from October, 2018

মঞ্চে এক ঘেঁয়েমি বক্তব্য...

Image
এক ঘেঁয়েমি বক্তব্য...কারোর কি ভালোলাগে? ফোর-জি ’ র যুগে অনেক কিছু বদলে গেলেও ঘাটাল মহকুমা (রাজ্যের অন্যান্য জায়গাতেও) অনুষ্ঠান মঞ্চে উঠে বক্তব্য বলার ধরন এখনও বদলায়নি। মঞ্চে বক্তব্যের ধরনটা সেকেলেই রয়ে   গিয়েছে। কারণ, মোড়ল-রাজ আমলে মঞ্চে উঠে যাঁরা বক্তব্য পেশ করতেন তখন তাঁদের পার্শ্ববর্তী অতিথিদের নাম উল্লেখ করে যথাযথ সম্মান জানাতে হত। আর তা না হলে বক্তৃতা চলাকালীনই জুটত তির্যক ভর্ৎসনা। এখনও সেই নিয়ম থেকে বেরিয়ে আসতে পারেননি জনপ্রতিনিধি থেকে শুরু করে অন্যান্য অতিথিরা। মঞ্চে মাইক নিয়ে একে একে মঞ্চে চেয়ার দখলকারীদের বন্দনা শুরু হয়। অনেক সময় ’ জানাতে শুরু করেন তখন দর্শকদের মানসিক অবস্থাটা যে কী হয় তা একবারও ভেবে দেখার প্রয়োজন মনে করেন না তাঁরা। তারপর নিজেদের পরস্পরকে বন্দনা করার পর যে ধরনের বক্তব্য (পাঁচন) উদগার করেন সেগুলো কেমন করে দর্শকরা গ্রহণ করেন সে বিষয়েও খেয়াল থাকে না। বক্তারা মনে করেন, তাঁদের বক্তব্যই দর্শকরা হাঁ করে গিলছেন। সঞ্চালক টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা (যার ভাবার্থ করলে দাঁড়ায়, আপনি না বক্তব্য রাখলেও চলবে) বললেও বক্তার বলার হুঁশ থাকে ন...